জলপাইগুড়ি বিভাগ (কোচবিহার)

  • 28th August - 1st September, 2024
  • কোচবিহার

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে ২৮ আগস্ট – ০১ সেপ্টেম্বর ২০২৪ জলপাইগুড়ি বিভাগের কোচবিহার শহরের আনন্দময়ী ধর্মশালায়-এ আয়োজিত হয়েছিল এই প্রশিক্ষণ শিবির। শিবিরের প্রধান প্রশিক্ষক ছিলেন পরিমল মিস্ত্রি।  সহ প্রশিক্ষক ছিলেন ঋতুপর্ণা বিশ্বাস ও অমিত পয়ড়া। শিবিরটিতে সাক্ষাৎকারের ভিত্তিতে মনোনীত  শিক্ষার্থী ছিল ১৯ জন। শিবিরের শেষদিনে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে শিবিরটির সমাপ্তি ঘোষিত হয়।