নাট্যরচনা প্রশিক্ষণ শিবির

  • 23rd - 28th October, 2024
  • কলকাতার পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ভবনে

পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে ২৩ – ২৮ অক্টোবর ২০২৪ কলকাতার পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ভবনে-এ আয়োজিত হয়েছিল এই প্রশিক্ষণ শিবির। সর্বশ্রী কৌশিক চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর চন্দ ও শেখর সমাদ্দার ­ এই ৩ জন প্রথিতযশা নাটককার ছিলেন এই শিবিরের প্রশিক্ষক। শিবিরটিতে সাক্ষাৎকারের ভিত্তিতে মনোনীত  শিক্ষার্থী ছিল ৯ জন। শিবিরের শেষদিনে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে শিবিরটির সমাপ্তি ঘোষিত হয়।