Welcome to West Bengal I & C A Dept. Portal
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে ০৯ – ১৩ সেপ্টেম্বর ২০২৪ বর্ধমান বিভাগের পূর্ব বর্ধমান জেলার ই টি সি-তে আয়োজিত হয়েছিল এই প্রশিক্ষণ শিবির। শিবিরের প্রধান প্রশিক্ষক ছিলেন তরুণকুমার প্রধান। সহ প্রশিক্ষক ছিলেন সঙ্গীতা চক্রবর্তী ও কৌশিক চ্যাটার্জি। শিবিরটিতে সাক্ষাৎকারের ভিত্তিতে মনোনীত শিক্ষার্থী ছিল ২০ জন। শিবিরের শেষদিনে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে শিবিরটির সমাপ্তি ঘোষিত হয়।